বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়কে অনুদান দিল সাউথইস্ট ব্যাংক

0
64

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে আর্থিক অনুদান দিয়েছে সাউথইস্ট ব্যাংক। ব্যাংকের লিমিটেড বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষি খাতে নতুন প্রযুক্তির গবেষণা ও উন্নয়নের জন্য এ আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার কাছে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।