প্রাইম ব্যাংক ও ঢালি’স আম্বার নিবাস রিসোর্টের মধ্যে চুক্তি

0
82

প্রাইম ব্যাংক সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গ্রাহকদের বিশেষ সেবা দেওয়ার লক্ষ্যে ঢালি’স আম্বার নিবাস রিসোর্টের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম এ চৌধুরী ও ঢালি’স আম্বার নিবাস রিসোর্টের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডভাইজার টনি খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের কনজিউমার সেলসের প্রধান মামুর আহমেদ, ঢালি’স আম্বার নিবাস রিসোর্টের জেনারেল ম্যানেজার মো. সাইফুর রাহমান প্রমুখ উপস্থিত ছিলেন।