পাঁচ মাসে ১০ শতাংশ অর্থও খরচ করতে পারেনি ২৭ মন্ত্রণালয়

0
7

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম বাস্তবায়িত হয়েছে। এই সময়ে এডিপির মাত্র ১২ দশমিক ২৯ শতাংশ বাস্তবায়িত হয়। বাস্তবায়ন হারের পাশাপাশি টাকার অঙ্কেও জুলাই-নভেম্বরে পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম খরচ হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
আইএমইডি সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বরে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় সাড়ে ১২ হাজার কোটি টাকা কম খরচ হয়েছে। এ বছর খরচ হয়েছে ৩৪ হাজার ২১৪ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪৬ হাজার ৮৫৭ কোটি টাকা। গত পাঁচ মাসে অভ্যন্তরীণ উৎসের ১৯ হাজার ৪১১ কোটি টাকা, বিদেশি ঋণের ১১ হাজার ৪০৭ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিলের ৩ হাজার ৩৯৬ কোটি টাকা খরচ হয়েছে।
আইএমইডির নথি ঘেঁটে দেখা যায়, ২০২০-২১ থেকে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত প্রথম পাঁচ মাসে খরচের পরিমাণ ছিল ৩৮ হাজার কোটি টাকা থেকে ৪৭ হাজার কোটি টাকার মধ্যে।
চলতি অর্থবছরে মোট ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকার এডিপি নেওয়া হয়। এতে প্রকল্প রয়েছে ১ হাজার ৩৯২টি। বাস্তবায়ন কম হওয়ায় প্রতিবছরের মতো এবারও এডিপির আকার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।