ঢাকা ব্যাংকের ক্যাম্পেইন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

0
110

ঢাকা ব্যাংক লিমিটেড ও মাস্টারকার্ড বাংলাদেশের যৌথ আয়োজনে সম্প্রতি ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ে ঢাকা ব্যাংক স্পেন্ড অ্যান্ড উইন বিগ-আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩ ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা মাস্টারকার্ড, বাংলাদেশের স্পন্সরে বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচের টিকেট জিতে নেন। ছয়জন ঢাকা ব্যাংক-মাস্টার কার্ডহোল্ডার ভারতের মুম্বাইয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটি গ্যালারিতে বসে সরাসরি দেখার অসাধারণ সুযোগ পান। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এমরানুল হক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাক আহমেদ ও আখলাকুর রহমান প্রমুখ।