ট্রেন্ডিংয়ে শীর্ষে সৌদি মতিন

0
9

বিনোদন দুনিয়ায় বছরটা যেন ছিল শর্টস ভিডিওর। বছরজুড়েই এক মিনিটের কম সময়ের ভিডিওগুলো (শর্টস) ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল। সেখানে বেশিরভাগ নাটক ভিউর দৌড়ে পিছিয়ে ছিল। এগিয়ে থাকত শর্টসগুলো। রোববার রিলিজের পরই ট্রেন্ডিং-১-এ চলে আসে ‘সৌদি মতিন’ নাটকটি। শুধু তা-ই নয়, অল্প সময়ে এটি সর্বাধিক দেখা কোনো নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে।
নাটকটি ইউটিউবে প্রচারের এক দিন পরই প্রায় চার মিলিয়ন দর্শক দেখেছেন। নাটকের পরিচালক মহিন খান জানান, এ বছর বেশিরভাগ সময় দেখা গেছে শর্টস ভিডিওর ভিউর সঙ্গে নাটককে প্রতিযোগিতা করতে। বিদেশের বিভিন্ন তারকাবহুল শর্টস অল্প সময়েই ট্রেন্ডিংয়ে চলে আসে। শর্টসের আলাদা দর্শকদের টার্গেট করে নির্মাণ করা হচ্ছে।
নাটকে মতিন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং তার সঙ্গে জান্নাতুল সুমাইয়া হিমি। পরিচালক জানান, প্রবাসীদের লক্ষ্য করেই তাদের জীবনের গল্প বলেছেন। গল্পটি তার খুব কাছ থেকে দেখা। মতিন চরিত্রটি বাস্তবতা থেকে নেওয়া। একই কথা বললেন নাটকের অভিনেত্রী হিমি। তিনি জানান, পরিচালক মহিনের বেশিরভাগ কমেডি নাটকে অভিনয় করলেও এবার দর্শকরা গল্পের সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন।