‘টাকা পে’ কার্ড চালু করেছে সোনালী ব্যাংক

0
52

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে জাতীয় কার্ড স্কিমের আওতায় ‘টাকা পে’ কার্ড চালু করেছে সোনালী ব্যাংক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ জাতীয় কার্ড স্কিমটি উদ্বোধন করেন। গণভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সোনালী ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আফজাল করিম, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার ও ডেপুটি জেনারেল ম্যানেজাররা এতে ভার্চুয়ালি অংশ নেন।