জাতীয় শোক দিবস উপলক্ষে সোশ্যাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ

0
89

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩’ উপলক্ষে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সম্প্রতি ঢাকার বসুন্ধরায় হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলে বৃক্ষরোপণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এ সময় উপস্থিত ছিলেন হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান শাহ জাকির হোসাইন, ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হামিদ, বসুন্ধরা শাখার ব্যবস্থাপক মো. আমিনুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তারা এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।