জনতা ব্যাংক ও বিএইচবিএফসির মধ্যে চুক্তি স্বাক্ষর

0
45

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের গ্রাহকদের ঋণের কিস্তি জনতা ব্যাংকের যেকোনো শাখায় অনলাইনে জমা দেওয়া যাবে। সম্প্রতি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ এবং বিএইচবিএফসির ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল মান্নানের উপস্থিতিতে এ বিষয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। জনতা ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টের জিএম মেহের সুলতানা এবং বিএইচবিএফসির জিএম মো. খাইরুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জনতা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. কামরুল আহছান, মো. গোলাম মরতুজা, ড. মো. আবদুল্লাহ আল মামুন, মো. রমজান বাহার ও মো. নুরুল আলম এবং বিএইচবিএফসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরুণ কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।