চট্টগ্রামের জামাল খান রোডে এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন

0
38

চট্টগ্রামের জামাল খান রোডে এক্সিম ব্যাংকের ১৪৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান ও ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এসএম আবু জাকের। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহা. জসিম উদ্দিন ভূঞা, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শেখ মঈন উদ্দিন এবং রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি আবদুল কায়ূম চৌধুরী।