চট্টগ্রামের কেরানীহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

0
39

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২২২তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আলহাজ খলিলুর রহমান প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আলহাজ আহামেদুল হক, আলহাজ লিয়াকত আলী চৌধুরী ও আলহাজ মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাব্বির আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে কেডিএস গ্রুপের চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান কেরানীহাটে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে স্বাগত জানান। গ্রাহকবান্ধব সেবা প্রদানের ক্ষেত্রে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে একটি শীর্ষস্থানীয় ব্যাংক বলেও তিনি উল্লেখ করেন।
অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শাব্বির আহমেদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সব ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে।