খাতুনগঞ্জে নিম্নমুখী তেল-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম

0
20

অস্থির ভোগ্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি আসতে শুরু করেছে। দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে কমতে শুরু করেছে তেল, চিনি, ডাল, পেঁয়াজ, রসুনের দাম। সরবরাহ বাড়লে সামনেও আরও কমবে বলে আশা ব্যবসায়ীদের। তবে রমজানে পণ্যের দাম কেমন থাকবে তা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ১৫ ডিসেম্বর সরেজমিন খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের বাজারে দেখা যায়, পণ্যের বেচাকেনা কম। ভোগ্যপণ্য আনা-নেওয়ায় ব্যবহৃত ট্রাকের সংখ্যাও অন্য সময়ের তুলনায় কম। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় বেশ কয়েকটি ভোগ্যপণ্যের দাম কমেছে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলেন, বর্তমানে তেল-চিনির দাম কিছুটা কমেছে। প্রতিটি আইটেমে মণপ্রতি কমেছে ১০০ টাকার মতো। বাজারে এখনও এস আলম, সিটি, মেঘনা গ্রুপের চিনি পাওয়া যাচ্ছে। খাতুনগঞ্জে রেডি (খাতুনগঞ্জের গুদাম থেকে সরবরাহযোগ্য) চিনি বিক্রি হয়েছে ৪২৬০-৪২৭০ টাকায়, ১৫ দিন আগেও রেডি চিনির মূল্য ছিল ১০০ টাকা বেশি। একইভাবে চট্টগ্রামে এস আলম, সিটি, আবুল খায়ের, বনস্পতি পাম অয়েল বেচাকেনা হচ্ছে। যারা ঢাকার আশপাশে নিয়ে যায় তারা মেঘনা পাম অয়েল কিনছে। মণপ্রতি ৬০১৫- ৬০২০ টাকায় বিক্রি হয়েছে পাম অয়েল।