কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

0
102

কমিউনিটি ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের ৫০তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের এডিশনাল আইজি (অ্যাডমিন) মো. কামরুল আহসান, র‌্যাবের মহাপরিচালক (এডিশনাল আইজি) এম খুরশীদ হোসেন, এডিশনাল আইজি (অ্যান্টি টেরোরিজম ইউনিট) এসএম রুহুল আমীন, এডিশনাল আইজি (এলঅ্যান্ডএএ) মো. মাজহারুল ইসলাম, এডিশনাল আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম, এডিশনাল আইজি (ফাইন্যান্স) আবু হাসান মুহম্মদ তারিক, এডিশনাল আইজি (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) মো. মাহাবুবর রহমান প্রমুখ।