এমটিবির এএমডি হলেন খালিদ মাহমুদ খান

0
73

মো. খালিদ মাহমুদ খান সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের (এমটিবি) অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তিনি ব্যাংকের চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।
মো. খালিদ মাহমুদ খান এরও আগে এমটিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) এবং হোলসেল ব্যাংকিং ডিভিশন ২-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এমটিবিতে তার দীর্ঘ ২৩ বছরের পেশাজীবনের মধ্যে ১৩টি বছর তিনি এমটিবির প্রিন্সিপাল, দিলকুশা ও পান্থপথ শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।