এজেন্টদের সঙ্গে ব্র্যাক ব্যাংকের পরামর্শ সভা

0
65

এজেন্ট ব্যাংকিং পার্টনারদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ব্র্যাক ব্যাংক। সভায় ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন এবং সিনিয়র লিডারশিপ টিম উপস্থিত ছিলেন। এতে ৩৭টি জেলার প্রতিনিধিত্বকারী ৫১ জন এজেন্ট পার্টনারের কাছ থেকে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা এবং গ্রাহকদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সভায় পার্টনাররা নতুন ব্যাংকিং সার্ভিস, সফটওয়্যার ইস্যু, রেমিট্যান্স সেবা, এজেন্ট অ্যাকাউন্টগুলোর জন্য ওভারড্রাফট সুবিধা, কমিশন চার্ট সংশোধন এবং উপশাখার জন্য যৌক্তিক স্থান নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডিএমডি অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম এবং হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান।