এক্সিম ব্যাংকের নেতৃত্বে কুমিল্লায় সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

0
84

এক্সিম ব্যাংকের নেতৃত্বে কুমিল্লায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট কুমিল্লার ব্যুরো বাংলাদেশ সিএইচআরডিতে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় কুমিল্লার সব তফসিলি ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোহসিন হোসাইনি এবং সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাকসুদা খানম। এ সময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সোলাইমান মৃধা এবং কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মাকসুদুল ইসলাম প্রমুখ।