এক্সিম ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

0
47

এক্সিম ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমিতে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন-২০১৫ শীর্ষক কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ূন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটির উদ্বোধন করেন। এক্সিম ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল ড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রয়োগকারী বিভাগের নির্বাহী পরিচালক ড. আহমদুজ্জামান। দিনব্যাপী এ কর্মশালায় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার থেকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।