উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে যমুনা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই কর্মসূচীর আওতায় কুটির, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে ব্যবসায়িক সফলতার পথ প্রশস্ত করার লক্ষ্যে কাজ করবে।
যমুনা ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে অতিরিক্ত পরিচালক ও প্রকল্প পরিচালক মোঃ নজরুল ইসলাম উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর মিসেস নুরুন নাহার। এছাড়া আরো উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Home ব্যাংক-নন ব্যাংক উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের সমঝোতা