ইবিএল ও ল্যাভেন্ডারের মধ্যে পেরোল ব্যাংকিং চুক্তি

0
87

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোরের মধ্যে সম্প্রতি রাজধানীতে ইবিএল প্রধান কার্যালয়ে একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং ল্যাভেন্ডার কনভিনিয়েন্স স্টোরের সিইও টিডি পাকির এ চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির অধীনে ল্যাভেন্ডারের কর্মীরা ইবিএল থেকে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড, ঋণ ও বিভিন্ন অগ্রাধিকারমূলক ব্যাংকিং সুবিধা ভোগ করবেন। ডিজিটাল পোর্টাল ব্যবহারের সুবিধাও পাবেন, যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বেতন প্রদান ও ২৪ ঘণ্টা করপোরেট পেমেন্ট করা যাবে।