ইবিএল ও ফিনকোচের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
84

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও ফিনকোচের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ইবিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং ফিনকোচের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সাজ্জাদ কবির মোহাম্মদ শরিফুল আলম ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির অধীনে ফিনকোচ তাদের অনলাইন মার্কেটপ্লেসে ইস্টার্ন ব্যাংকের বিভিন্ন রিটেইল ও এসএমই পণ্য যেমন ঋণ, ক্রেডিট কার্ড, ডিপোজিট অ্যাকাউন্টের জন্য বিজনেস লিড সৃষ্টি করবে। ইবিএল ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও এম. খুরশেদ আলম, বিজনেস প্রধান সৈয়দ জুলকার নায়েন, এসএমই প্রধান মো. সাবু মুন্সি ও ফিনকোচের উপদেষ্টা একিউএম কিবরিয়াসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।