ইডকলের ২৬তম এজিএম অনুষ্ঠিত

0
78

ইডকলের ২৬তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ইডকলের চেয়ারম্যান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইডকলের শেয়ারহোল্ডার ও প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রধান সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম, অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোর্শেদ প্রমুখ।