আইবিবির ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত

0
24

ঢাকা মহানগরীর আটটি কেন্দ্রসহ সব বিভাগীয় শহরে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মে অনুষ্ঠিত জেএআইবিবি পর্বে মানিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম (এমএএফএস) বিষয়ে ২৬ হাজার ৫৯১ জন ও গভর্ন্যান্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (জেএফএফআই) বিষয়ে ২৫ হাজার ৫৫৫ জন এবং এআইবিবি পর্বে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস (আরএমএফআই) বিষয়ে ৭ হাজার ৫৬২ জন ও ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট (সিওএম) বিষয়ে ৮ হাজার ২০৫ পরীক্ষার্থী অংশ নেন। আগামী ৩ ও ১০ জুনের পরীক্ষা সফলভাবে শেষ করার জন্য আইবিবি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।