আইপিডিসি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান হলেন আরিফুল ইসলাম। প্রতিষ্ঠানটির ২১৩তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বোর্ড অডিট কমিটির সদস্য এবং আয়েশা আবেদ ফাউন্ডেশন মনোনীত পরিচালক হিসেবে তিনি আইপিডিসির পরিচালনা পর্ষদে যুক্ত আছেন।
দীর্ঘ ২৬ বছরের পেশাজীবনে তিনি নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের। আরিফুল ইসলাম ২০২০ সালের ডিসেম্বর থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) গ্রুপের ডিরেক্টর হিসেবে এশিয়া প্যাসিফিকের বিভিন্ন বাজারে দায়িত্ব পালন করেন। জাপান, কোরিয়া ও তাইওয়ানের মতো গুরুত্বপূর্ণ কিছু বাজারে কৌশলগত নতুন দিকনির্দেশনা প্রদান ও ব্যবসায়িক রূপান্তরের জন্য কাজ করেছেন।
আরিফুল ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতি বিষয়ে বিএসসি (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ফাইন্যান্সে মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) অর্জন করেন। এ ছাড়া তিনি চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (ইউকে) থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে অ্যাডভান্স ডিপ্লোমা অর্জন করেন। আইপিডিসি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দায়িত্বের পাশাপাশি বর্তমানে তিনি তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবেও নিয়োজিত রয়েছেন।