আইএফআইসি ব্যাংক বোনাস লভ্যাংশ দিয়ে মান সম্মান রক্ষা করছে

0
352

আইএফআইসি ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর থেকে মোটামুটি ভালো লভ্যাংশ দিলেও ২০১১ সাল থেকে নগদ লভ্যাংশের পরিবর্তে বোনাস লভ্যাংশ দিয়ে আসছে। বোনাস লভ্যাংশের পরিমাণও একেবারেই নগন্য। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা। তিনি পুঁজিবাজার উন্নয়নে অনেক পরামর্শ দিয়ে থাকেন। অথচ তার প্রতিষ্ঠানেই বছরের পর বছর ধরে ন্যূনতম বোনাস লভ্যাংশ দিয়ে মান সম্মান রক্ষা করছে। আইএফআইসি ব্যাংক সরকার এবং প্রাইভেট সেক্টরের যৌথ উদ্যোগে দেশের প্রথম ব্যাংক। ১৯৭৬ সালে ব্যাংকটির কার্যক্রম শুরু হয়। দেশের শিল্প-বাণিজ্য এবং অর্থনীতিতে ৪৬ বছর ধরে সেবা দিয়ে আসছে ব্যাংকটি। পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে ১৯৯৭ সালে। শেয়ার ট্রেডিং শুরু হয় ১৯৯৭ সালে ২৫ জুন। বর্তমানে শাখা-উপশাখা ১২৫৩টি। শাখা ১৭২টি, উপশাখা ১০৮৭টি। গ্রাহক ১১ লাখ ৭৩ হাজার ৮২১ জন।
প্রতিষ্ঠানটির অথরাইজড ক্যাপিটাল ৪০ হাজার মিলিয়ন টাকা। পেইড আপ ক্যাপিটাল ১৭৮৫৯.১১ মিলিয়ন টাকা, মার্কেট ক্যাপিটাল ২০৭১৬.৫৬৭ মিলিয়ন টাকা। ফেসভ্যালু ১০ টাকা, মার্কেট লট ১টি। এটি পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির ব্যাংক।
২৮ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার কাঠামো স্পন্সর ডিরেক্টরদের ৬.১৪ শতাংশ, সরকারের ৩২.৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক শেয়ার ২২.৮৮ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের ৩৯.১২ শতাংশ। প্রতিষ্ঠানটিতে সরকার, প্রাতিষ্ঠানিক এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বেশি। স্পন্সর ডিরেক্টরদের শেয়ারের পরিমাণ কম। ব্যাংকটিতে স্পন্সর ডিরেক্টরদের শেয়ার কম হওয়ায় শুরু থেকে বছর শেষে লভ্যাংশ কম দিয়ে আসছে। নগদ লভ্যাংশের চেয়ে বোনাস দিয়েছে বেশি। ২০০০ সালে ২০ শতাংশ, ২০০১ সালে ২৫ শতাংশ, ২০০২ সালে ৭.৫ শতাংশ, ২০১১ সালে ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এরপর থেকে বোনাস লভ্যাংশ দিয়ে আসছে। ২০২২ সালে ২.৫ শতাংশ নগদ এবং ২.৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে, ২০২১ সালে ব্যাংকটি ৫ শতাংশ বোনাস, ২০২০ সালে ৫ শতাংশ বোনাস, ২০১৯ সালে ১০ শতাংশ, ২০১৮ সালে ১০ শতাংশ এবং ২০১৭ সালে ১২ শতাংশ বোনাস দিয়েছে।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সালমান এফ রহমান, ভাইস চেয়ারম্যান আহম্মেদ শায়ন ফজলুর রহমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ শাহ এ সারোয়ার, সিএফও দীলিপ কুমার মণ্ডল এবং কোম্পানি সেক্রেটারি মো. মোকাম্মেল হক।
প্রতিবেদন : জসিম উদ্দিন