আইএফআইসি ব্যাংকে শিশুদের চিত্রাঙ্কন উৎসব

0
66

শিশুদের কল্পনার জগৎকে বিকশিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংকে কর্মরতদের সন্তানদের নিয়ে প্রতি বছরের মতো অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন উৎসব ২০২৩। গতকাল আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ে (আইএফআইসি টাওয়ার) অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার। তিনি চার শতাধিক অংশগ্রহণকারী শিশুর হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকরা, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা।