অস্কার জয়ের পথে এগিয়ে যারা, ১০ বিভাগের প্রাথমিক তালিকা

0
7

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদার পুরস্কার অস্কার। এবার বসবে ৯৭তম আসর। একাডেমি অ্যাওয়ার্ডের জন্য ১০টি বিভাগের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। ডকুমেন্টারি ফিচার ফিল্ম, ডকুমেন্টারি শর্ট ফিল্ম, আন্তর্জাতিক ফিচার ফিল্ম, মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং, মিউজিক (অরিজিনাল স্কোর), মিউজিক (অরিজিনাল গান), অ্যানিমেটেড শর্ট ফিল্ম, লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম, সাউন্ড এবং ভিজ্যুয়াল ইফেক্টসে ঠাঁই পেয়েছে বিশ্বের নানা দেশের আলোচিত সব সিনেমা। তবে এবার নেই উপমহাদেশের কোনো সিনেমা।
ভারতের আমির খান প্রযোজিত কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ নিয়ে আলোচনা শোনা গেলেও সিনেমাটি মনোনয়নের তালিকায় নেই কোনো বিভাগেই।