সোশ্যাল ইসলামী ব্যাংকে মতবিনিময় সভা

0
93

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির এমডি ও প্রধান নির্বাহী জাফর আলমের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীদের এক মতবিনিময় সভা সম্প্রতি প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের ডিএমডি মুহাম্মদ ফোরকানুল্লাহ, আবদুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান উপস্থিত ছিলেন। সভায় নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্র্বতী সরকারের সাফল্য কামনার পাশাপাশি শিগগিরই ব্যাংক খাতসহ দেশের সব ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা প্রকাশ করা হয়। এ সময় আমানত সংগ্রহ ও রেমিট্যান্স আহরণসহ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়।