সাসটেইনেবল ফাইন্যান্সের ওপর শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মশালা

0
71

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড ২৬ আগস্ট ব্যাংকের ট্রেনিং একাডেমিতে সাসটেইনেবল ফাইন্যান্সের ওপর দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মিঞা কামরুল হাসান চৌধুরী প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক চৌধুরী লিয়াকত আলী বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের যুগ্ম পরিচালক সাখাওয়াত হোসেন ও একই বিভাগের যুগ্ম পরিচালক মো. আবু রায়হান প্রধান বক্তা ছিলেন। অন্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি মো. সাইদুর রহমান ও মোহাম্মদ আশফাকুল হক দিকনির্দেশনা দেন।