সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে পে-রোল ব্যাংকিং পরিষেবা, করপোরেট পেমেন্ট মডিউল, কালেকশন পরিষেবা এবং অন্যান্য আর্থিক পরিষেবা প্রদান করা হবে। সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এবং পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মো. সালেহ বিন শামস তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেন।
এই চুক্তির আওতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের আর্থিক কার্যক্রম পরিচালনা আরও সহজতর হবে। এ ছাড়া স্বয়ংক্রিয় করপোরেট পেমেন্টের মাধ্যমে সঠিক সময়ে বেতন প্রদান এবং উন্নত ডিজিটাল ব্যাংকিং পরিষেবা প্রদান করবে। সাউথইস্ট ব্যাংকের পে-রোল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের কর্মীরা সহজেই তাদের বেতন এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা পাবেন। পাশাপাশি করপোরেট পেমেন্ট মডিউলটি ফান্ড ট্রান্সফার, ভেন্ডর পেমেন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ করপোরেট আর্থিক লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন করতে সহায়তা করবে।