শাহজালাল ইসলামী ব্যাংক প্লাসিড এক্সপ্রেসের মধ্যে চুক্তি

0
60

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ও যুক্তরাষ্ট্রভিত্তিক রেমিট্যান্স কোম্পানি প্লাসিড এক্সপ্রেস, ইউএসএর মধ্যে ৩ সেপ্টেম্বর শাহজালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে রেমিট্যান্স বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহজালাল ইসলামী ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদ এবং প্লাসিড এক্সপ্রেস, ইউএসএর পরিচালক মোহাম্মদ রশীদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষরের পর শাহজালাল ইসলামী ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর মোসলেহ উদ্দীন আহমেদের উপস্থ’তিতে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এম. আখতার হোসেন এবং প্লাসিড এক্সপ্রেস, ইউএসএর পরিচালক মোহাম্মদ রশীদ ডকুমেন্ট হস্তান্তর করেন।