মেঘনা ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্সের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
50

মেঘনা ব্যাংকের সঙ্গে লংকাবাংলা ফাইন্যান্সের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সোহেল আর কে হোসেন এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও খাজা শাহরিয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ছাদেকুর রহমান, হেড অব পাবলিক সেক্টর, পিপিপি এবং ক্যাশ ম্যানেজমেন্ট সুফিয়া আক্তার, হেড অব লায়েবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট ডিভিশন কাজী ফারহানা জাবীন, হেড অব টেকনোলজি অপারেশনস মুহাম্মদ পাভেল আক্তার, হেড অব ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ডিভিশন আ জ ম ফয়েজ উল্যাহ্ চৌধুরী এবং লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির হেড অব অপারেশন একেএম কামরুজ্জামান, হেড অব রিটেইল ফাইন্যান্সিয়াল সার্ভিস খোরশেদ আলম, হেড অব ট্রেজারি এবং এফআই কামরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।