মার্কেন্টাইল ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

0
60

মার্কেন্টাইল ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গ্লোবাল ডেবিট কার্ড সেবা উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, স্মার্ট ব্যাংকিং নিশ্চিত করার জন্য প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে উন্নত ব্যাংকিং ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ করবে মার্কেন্টাইল ব্যাংক। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম ও মো. আবদুল হান্নান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল, পরিচালক আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন), আলহাজ মোশাররফ হোসেন ও মোহাম্মদ আবদুল আউয়াল এবং সম্মানিত শেয়ারহোল্ডার জালাল হোসেন খান মিয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্যাংকের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মতিউল হাসান এবং সিএফও তাপস চন্দ্র পাল।