ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের কর্মশালা

0
41

সিলেটে নারী এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশন আমরাই তারা শিরোনামে একটি যৌথ কর্মশালার আয়োজন করেছে। গত ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৪ ব্র্যাক ব্যাংক আমরাই তারার আয়োজিত এই কর্মসূচিতে বিজনেস ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন ২৩ জন সম্ভাবনাময়ী নারী উদ্যোক্তা।
নারী উদ্যোক্তারা ব্যবসায়ে যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হন, সেসব চ্যালেঞ্জ ও সমস্যার ব্যবহারিক সমাধান এবং ব্যবসায়ের সমৃদ্ধির লক্ষ্যে তাদের কার্যকর মার্কেটিং চ্যানেল ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিকনির্দেশনার প্রদানের ওপর জোর দেওয়া হয়েছিল এই কর্মশালায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। প্রধান অতিথি আনোয়ার হোসেন চৌধুরী এবং ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হাসান সাত্তারসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে উদ্যোক্তাদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।