বাংলাদেশ ফাইন্যান্স ও উইগ্রো টেকনোলজিসের মধ্যে চুক্তি

0
101

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ও উইগ্রো টেকনোলজিস লিমিটেডের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ক্ষুদ্র কৃষি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা এবং তাদের উৎপাদিত পণ্য সরবরাহ ও ন্যায্যদামে বিক্রিসহ বিভিন্নভাবে সহযোগিতা নিশ্চিত করবে প্রতিষ্ঠান দুটি। গতকাল রাজধানীর দিলকুশায় বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে সহযোগিতা চুক্তিটি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ এবং উইগ্রো টেকনোলজিসের পক্ষে প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।