বাংলাদেশ কমার্স ব্যাংক ও প্রাসাদ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টসের মধ্যে চুক্তি

0
100

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড (বিসিবিএল) ও প্রাসাদ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের মধ্যে ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়। বিসিবিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. তাজুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড. মো. আবদুল কাদের এবং প্রাসাদ প্যারাডাইস হোটেলের জেনারেল ম্যানেজার মো. হুমায়ুন কবির চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির আওতায় বিসিবিএলের কর্মকর্তারা পিক সিজনে ৩০ শতাংশ, অফ-পিক সিজনে ৫০ শতাংশ এবং বিভিন্ন খাবারের ওপর ১৫ শতাংশ ছাড় পাবেন।