প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রি-পেইড কার্ড উদ্বোধন

0
94

বাংলাদেশে প্রথমবারের মতো উদ্বোধন হলো প্রিমিয়ার ব্যাংক-মাস্টারকার্ড ট্রাভেল বিজনেস প্রি-পেইড কার্ড। ব্যাংকের পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম ইমরান ইকবাল, পরিচালক জামাল জি আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম রিয়াজুল করিম এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কার্ডের উদ্বোধন করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নওশের আলী, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর শামসুদ্দিন চৌধুরী, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুল আলম খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিএফও সৈয়দ আবুল হাশেম, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন এবং মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর সোহেল আলিম, এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লিমিটেডের স্বত্বাধিকারী এইচবিএম শোয়েব রহমান, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) প্রেসিডেন্ট এসএন মনজুর মোরশেদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) প্রেসিডেন্ট শিবলুল আজম কোরেশী প্রমুখ।