প্রিমিয়ার ব্যাংকে চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব প্রদর্শন

0
56

প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা নিবেদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চিরঞ্জীব মুজিব প্রদর্শিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এম রিয়াজুল করিম। এ ছাড়া ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ নওশের আলী, শামসুদ্দিন চৌধুরী, এসইভিপি ও সিআরএম প্রধান এওয়াইএম নাইমুল ইসলাম, এসইভিপি ও সিসিও আনিসুল কবির, এসইভিপি ও চিফ রিস্ক অফিসার খন্দকার রহিমুজ্জামান, এসইভিপি ও রিটেইল, এসএমই ও কৃষিঋণ ব্যাংকিং বিভাগ প্রধান মোহাম্মদ শামীম মোর্শেদ উপস্থিত ছিলেন প্রমুখ।