পঞ্চগড়ে ব্যাংক এশিয়ার প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রম

0
56

বাংলাদেশ ব্যাংকের ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় পঞ্চগড় জেলায় লিড ব্যাংক হিসেবে সম্প্রতি প্রকাশ্যে ঋণ বিতরণ কার্যক্রমের আয়োজন করে ব্যাংক এশিয়া লিমিটেড। ২৪৪ জন ঋণ গ্রাহকের মাঝে ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ইকবাল মহসীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংক এশিয়ার ফাস্ট ভাইস প্রেসিডেন্ট (কৃষিঋণ বিভাগ) শাহনাজ আক্তার শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক তানবীর এহসান।