দ্রুত ও আধুনিক সেবা প্রদানের প্রত্যয়ে পূবালী ব্যাংক লিমিটেড ঢাকা মেডিকেল কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। এই বুথের মাধ্যমে হাসপাতালের রোগীদের বিভিন্ন ফি, ডায়াগনস্টিক টেস্টের ফি ও অন্যান্য ফি এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি জমা নেওয়া হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুথটির উদ্বোধন করেন স্বাস্থশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মো. টিটো মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী এবং ঢাকা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর আব্দুল হানিফ (টাবলু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডক্টর মো. শফিকুল আলম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিন আহমেদ।