টেকসই ব্যাংক রেটিংয়ে টানা তৃতীয়বার পুরস্কার জিতল সিটি ব্যাংক

0
64

সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২২ সালের কার্যক্রমের ভিত্তিতে সাসটেইনেবিলিটি রেটিংয়ে শীর্ষ ব্যাংক হিসেবে পুরস্কৃত হয়েছে। ব্যাংকটি টানা তৃতীয়বারের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে শীর্ষ টেকসই ব্যাংকের এ পুরস্কার জিতল। সিটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাসরুর আরেফিন সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ও সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।