টুঙ্গিপাড়ায় স্মার্ট কার্ডের মাধ্যমে এবি ব্যাংকের ঋণ বিতরণ

0
39

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে ঋণ বিতরণ করেছে এবি ব্যাংক লিমিটেড। ১০৭ জন কৃষকের মাঝে স্মার্ট কার্ডের মাধ্যমে এ ঋণ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো এবি স্মার্ট অ্যাকাউন্টের। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল। সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর তারিক আফজাল। এ ছাড়া এবি ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।