এবি ব্যাংকের ডিএমডি হলেন মো. আমিনুর রহমান

0
60

মো. আমিনুর রহমান সম্প্রতি এবি ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি পেয়েছেন। তিনি এমবিএ সম্পন্ন করার পর ২০০০ সালে এবি ব্যাংক লিমিটেডে চিফ অফিসার হিসেবে যোগদান করেন। প্রায় ২২ বছরের কর্মজীবনে তিনি অর্থ ও হিসাব বিভাগ, মার্চেন্ট ব্যাংকিং, হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট, ট্রেজারি, জেনারেল ব্যাংকিং অপারেশনস এবং সার্ভিসেস এক্সিলেন্স বিভাগে কাজ করেছেন।
পদোন্নতির আগে তিনি এবি ব্যাংকে চিফ অপারেশনস অফিসার এবং এবিবিএল ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট টিমের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। মো. আমিনুর রহমান এবি ব্যাংকের একটি সহযোগী কোম্পানি ক্যাশলিংক বাংলাদেশ লিমিটেডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।