এনসিসি ব্যাংকের উত্তর অঞ্চলের এসএমই রিলেশনশিপ ম্যানেজারদের সভা

0
25

এনসিসি ব্যাংকের উত্তর অঞ্চলের এসএমই রিলেশনশিপ ম্যানেজারদের এক সভা সম্প্রতি বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে সভায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাকির আনাম, এসভিপি ও হেড অব এসএমই শরীফ মোহাম্মদ মহসীন, এসভিপি এবং হেড অব সাসটেইনেবল ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও হেড অব হিউম্যান রিসোর্সেস ডিভিশন এএইচএম আবদুস সাদিক খান, ভিপি ও হেড অব সিআরএম-সিএমএসএমই মো. সোলায়মান-আল-রাজী এবং ভিপি ও উত্তর অঞ্চলের প্রধান মো. ওমর শরীফসহ উক্ত অঞ্চলের ১১টি শাখার ব্যবস্থাপক ও এসএমই রিলেশনশিপ ম্যানেজাররা উপস্থিত ছিলেন।