ইসলামী ব্যাংকের ২০ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

0
45

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ২০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্প্রতি প্রধান অতিথি হিসেবে ইসলামী ব্যাংক টাওয়ারে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ আউটলেটগুলোর উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জেকিউএম হাবিবুল্লাহ ও মো. আলতাফ হুসাইন এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আকিজ উদ্দীন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন প্রমুখ।