ইসলামী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন সভা অনুষ্ঠিত

0
60

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর জোন এবং চট্টগ্রামের দুটি করপোরেট শাখার গ্রাহকদের নিয়ে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য অধ্যাপক মো. মোজাহিদুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মো. বরকত উল্লাহর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নূরুল হোসাইন কাওসার। আরও বক্তব্য রাখেন শরিয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।