আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২২ পেল স্ট্যান্ডার্ড ব্যাংক

0
83

পূর্ণাঙ্গ শরিয়াহভিত্তিক ব্যাংক পরিচালনায় করপোরেট গভর্ন্যান্স প্রতিষ্ঠা, শরিয়াহ পরিপালন এবং সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড। ইসলামী ব্যাংকিং ক্যাটাগরিতে ব্যাংকটিতে এ অ্যাওয়ার্ড দেয়া হয়। রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের কাছ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি ও সিইও মো. হাবিবুর রহমান এবং সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি মো. আলী রেজা।