পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

0
20

পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১৫তম বার্ষিক সাধারণ সভা ২২ এপ্রিল ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে হাইব্রিড পদ্ধতিতে (শারীরিক উপস্থ’তি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক মণ্ডল।
সভায় পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক হাবিবুর রহমান, মোস্তফা আহমদ, শাহীনুজ্জামান ইয়াকুব, রুনা ফৌজিয়া হাফিজ, আহমেদ সালাহ্ সাত্তার, আয়শা ফারহা চৌধুরী, আজিজুর রহমান, আসিফ এ. চৌধুরী, নাদির আহমেদ, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, মোহাম্মদ আলী এবং পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আহসান উল্লাহ্ ও মহাব্যবস্থাপক মো. শাহ আলম উপস্থিত ছিলেন। এ সময় পূবালী ব্যাংকের সিএফও ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এফসিএ উপস্থিত ছিলেন।