খেলাপি ঋণ আদায় প্রক্রিয়াকে গতিশীল করার লক্ষ্যে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের উদ্যোগে খেলাপি ঋণ ও দায় ব্যবস্থাপনা বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৭ ফেব্রুয়ারি মতিঝিলে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে দিনব্যাপী এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুজ্জামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), মো. এম. লতিফ ভূঞা এবং মোঃ রফিকুল ইসলাম। ব্যাংকের খেলাপি ঋণ আদায় ও ঝুঁকি কমানো, আমানত সংগ্রহ, এসএমই ঋণ বিতরণ এবং উন্নত গ্রাহকসেবা বিষয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মো. মোফাজ্জেল, মহাব্যবস্থাপক মো. ইসমাইল, মো. মমিনুল হক, মো. নাসির উদ্দীন, সুমিত রঞ্জন নাথ, মো. হাসান ইমাম, দুলন কান্তি চক্রবর্তী, মো. গোলাম সাঈদ খান, মো. সাইদুর রহমান সোহেল, ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইফতেখার আহমেদ এবং বিশেষত খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের অভ্যন্তরে নবগঠিত টাস্কফোর্সের প্রধানরা উপস্থিত ছিলেন।