ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

0
18

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৭৯তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। সভায় গত তিন মাসে ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায়, নতুন হিসাব খোলা ও নতুন আমানত সংগ্রহসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাইফুল আলম পিএইচডি, এফসিএমএ, অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান এফসিএ, ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ওয়াসেক মো. আলী ও কোম্পানি সচিব অলি কামাল এফসিএস সভায় উপস্থিত ছিলেন।