ইসলামী ব্যাংকগুলোর শীর্ষ সংগঠন ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) উদ্যোগে ইসলামী ব্যাংক কোম্পানি আইন-২০২৪ খসড়ার ওপর ইন্ডাস্ট্রি লিডারস ডায়ালগ ২৫ নভেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সভা কক্ষে অনুষ্ঠিত হয়। আইবিসিএফ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এতে সভাপতিত্ব করেন। বিআইবিএমর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিসিএফের ভাইস চেয়ারম্যান ও গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আইবিসিএফের উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান মু. ফরীদ উদ্দীন আহমেদ, আইবিসিএফের উপদেষ্টা একেএম নূরুল ফজল বুলবুল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, যমুনা ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুর রহমান সরকার, গ্লোবাল ইসলামী ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. মাহামুদ হোসেন, এফসিএ ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম খলিফা, ইসলামী ব্যাংক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ ওয়াসেক মো. আলী, পূবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী, ইউনিয়ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আবদুল আউয়াল সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসিনা শেখ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. ওমর ফারুক। খসড়া আইনের ওপর ২৫টি বিষয়ে সুপারিশমালা তুলে ধরেন মালয়েশিয়া ইনসিয়েফ ইউনিভার্সিটির রিসার্চ ফেলো মেজবাহ উদ্দিন আহমেদ, বিআইবিএমর সহযোগী অধ্যাপক ড. মো. মহব্বত হোসাইন এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান। ইস্টার্ন ব্যাংকের এক্সেকিউটিভ ভাইস প্রেসিডেন্ট একেএম মিজানুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মো: আবদুর রহিম খান এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়াহ সেক্রেটারিয়েট প্রধান কেএম রহমতুল্লাহ, ইসলামী ব্যাংকিং খাত সংশ্লিষ্ট শীর্ষ প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিসহ, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ও শরিয়াহ বিশেষজ্ঞগণ অনুষ্ঠানে তাদের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সুপারিশমালা উপস্থাপন করেন।
সর্বশেষ
এম. খোরশেদ আলম এনসিসি ব্যাংকের নতুন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর
এম. খোরশেদ আলম এনসিসি ব্যাংক পিএলসির নতুন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ১৯ মার্চ যোগদান করেছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর...
আল-আরাফাহ ব্যাংক ও করনী নিট কম্পোজিটের মধ্যে পে-রোল ব্যাংকিং চুক্তি
আল-আরাফাহ ইসলামী ব্যাংক এবং করনী নিট কম্পোজিট লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফরমান আর চৌধুরী এবং...
সিটিজেনস ব্যাংকের নতুন ডিএমডি মোস্তাফিজুর রহমান
সিটিজেনস ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন মো. মোস্তাফিজুর রহমান। এর আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। নতুন ডিএমডি...
শাহজালাল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইকনোমিক্স ক্লাবের উদ্বোধন
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইকনোমিক্স ক্লাবের ১০ বছর পূর্তি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ন্যাশনাল ইকনোমিক্স কনটেস্ট-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের...
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪১৭তম সভা ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ারের সভাপতিত্বে সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা...