আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ২৭ অক্টোবর কোর ব্যাংকিং সিস্টেম আবাবিলএনজি নিয়ে আয়োজিত ট্রেইনার্স ট্রেনিং কোর্সে ৩০ জন সেরা প্রশিক্ষকদের পুরস্কার দেওয়া হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মকর্তাদের সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ফরমান আর চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল ইসলাম ভূঁঞা।
অনুষ্ঠানে মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশনসের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদ হোসাইন, ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পরিচালক মোহাম্মদ নাদিম, মো. আবদুল্লাহ আল-মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মোহাম্মদ হোসেন, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান এবং শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।